জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংগঠনের তীব্র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (১৮ ডিসেম্বর) : মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। জেলা শাখার আহ্বায়ক মো. গোলাম জাহিদ ও সদস্যসচিব মো. আব্দুর রহিমের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা স্বেচ্ছাসেবক দল জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের দিন জেলা প্রশাসকের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন।
বিবৃতিতে বলা হয়, ওই সময় বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা তৈরি হলে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের অনুরোধে স্বেচ্ছাসেবক দলের নেতারা শৃঙ্খলার সঙ্গে সেখান থেকে সরে যান। তবে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট দুই নেতা ও তাঁদের অনুসারীরা প্রশাসনের নির্দেশনা মানেননি এবং পরে মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ান।
জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ অপপ্রচার চালানো হচ্ছে। অবিলম্বে এসব বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। অন্যথায় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মনোয়ারুল হক/
