দুর্বৃত্তের গুলিতে নিহত ইকুয়েডর ডিফেন্ডার
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ ডিসেম্বর) : ইকুয়েডরের ফুটবলে নেমে এলো গভীর শোক। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দেশটির জাতীয় দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার গুয়ায়াকিল শহরের উত্তর অংশের একটি দোকানের সামনে পিনেইদাকে লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুই হামলাকারী। ওই সময় তার সঙ্গে ছিলেন তার মা ও আরেকজন নারী। এ হামলায় প্রাণ হারান পিনেইদা।
ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির তদন্তে বিশেষ পুলিশ ইউনিট পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে গুয়ায়াকিল শহরটি গ্যাং সহিংসতা ও মাদক পাচারের বড় কেন্দ্র হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহরটিতে ১,৯০০ জন খুন হয়েছেন, যা ইকুয়েডরের ইতিহাসে সর্বোচ্চ।
খেলাধুলার অঙ্গনেও এর প্রভাব পড়েছে। গত সেপ্টেম্বরেই দেশটির দ্বিতীয় বিভাগের তিন ফুটবলার খুন হন এবং অক্টোবরে এক স্থানীয় ফুটবলার গুলিবিদ্ধ হয়ে আহত হন।
মারিও পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ইকুয়েডর জাতীয় দলের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন। তিনি ক্লাব ক্যারিয়ার শুরু করেন ইন্ডিপেন্ডিয়েন্তে ডেল ভালেতে। ২০১৬ সালে যোগ দেন গুয়ায়াকিলের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসিতে।
এছাড়া ব্রাজিলের ফ্লুমিনেন্সে ও নিজ দেশের এল নাসিওনালে ধারে খেলেছেন তিনি।
মনোয়ারুল হক/
