খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, আমরা আশাবাদী: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ডিসেম্বর) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিনে যে অবস্থায় ছিল, উনি সেটি মেনটেইন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী যে, খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, ইনশাআল্লাহ।’
ডা. জাহিদ বলেন, ‘বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং আলোচনা করেন। আবার প্রতিদিন সন্ধ্যার পর বিদেশি চিকিৎসকদের সঙ্গে আমাদের যৌথ মিটিং হয় এবং তাদের পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে।’
আবারও সুস্থ হয়ে খালেদা জিয়া দেশের রাজনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে।’
জাহিদ হোসেন বলেন, ‘কারাগারে খালেদা জিয়াকে ঠিকমতো চিকিৎসা দিতে দেওয়া হয়নি। সেই কারণেই উনার শারীরিক জটিলতা মারাত্মক বেড়ে গিয়েছিল। সেজন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন।’
তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান সব সময় উনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং উনার পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দ শামিলা রহমান, ম্যাডামের ভাই শামীম এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে আছেন, খোঁজ-খবর রাখছেন। উনার পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন। আজ তারা হাসপাতাল অথবা হাসপাতালের বাইরে অবস্থান করে উনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন।’
গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর তিন দিন পর তার ফুসফুসে সংক্রমণ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে তাকে চিকিৎসা দিচ্ছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।
মনোয়ারুল হক/
