রোমিং সার্ভিস চালু করে দেশে অবস্থানকালীন নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ডিসেম্বর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন চলাকালীন প্রবাসী বাংলাদেশি ভোটাররা নিজ নিজ দেশের মোবাইল নম্বরে রোমিং সার্ভিস চালু করে বাংলাদেশে অবস্থানকালীন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তার মাধ্যমে এ তথ্য জানায়।
প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসস’কে এ তথ্য জানিয়েছেন।
ইসির বার্তায় বলা হয়েছে, ২৫ ডিসেম্বও পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন চলাকালীন প্রবাসী বাংলাদেশি ভোটারগণ স্ব স্ব দেশের মোবাইল নম্বরে রোমিং সার্ভিস চালু করে বাংলাদেশে অবস্থানকালীন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৯০ হাজার ৩৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
