ঢাকায় ভারতের ভিসা সেন্টারে কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ডিসেম্বর) : ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম আবার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই ভিসা সেন্টারে ভিসা আবেদনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়।

এর আগে গতকাল বুধবার নিরাপত্তা শঙ্কায় ভারতের ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।

এ বিষয়ে ভিসা সেন্টার এক বার্তায় সংবাদমাধ্যমকে জানায়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি–জেএফি বুধবার দুপুর ২টায় বন্ধ থাকবে। আজ জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা সমস্ত আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি স্লট দেওয়া হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ