চুয়াডাঙ্গার জিহাদের রোবট স্বর্ণপদক জিতল
নিজস্ব প্রতিবেদক (চুয়াডাঙ্গা), এবিসি নিউজ, (৫ অক্টোবর) : উন্নত প্রযুক্তির রোবট আবিষ্কার করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার ছেলে জাহিদ হাসান জিহাদ। তার উদ্ভাবন দেশে ছেড়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বর্ণপদক জয় করেছে। মানবজীবনের ঝুঁকিপূর্ণ একাধিক কাজে সহায়তা করতে সক্ষম এই রোবটটি। তার উদ্ভাবিত ‘হেক্সাগার্ড রোভার’ নামের রোবটটি মালয়েশিয়ায় আয়োজিত প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী হয়েছে। বিশেষ ধরনের রোবট উদ্ভাবনে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচিত করেছেন জিহাদ।
তবে এতে তিনি সরকারি কোনো সহায়তা পাননি। পরিবারের কয়েক লাখ টাকা ব্যয় করে মালয়েশিয়ার ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জিহাদ আরও উন্নত কোনো কিছু আবিষ্কার করে বাংলাদেশের পরিচিতি উচ্চতায় নিয়ে যেতে চান।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ দর্শনা সরকারি কলেজের এইচএসসি অধ্যয়নরত। মধ্যবিত্ত ঘরের সন্তান জিহাদ ছেলেবেলা থেকেই আবিষ্কারের নেশায় মত্ত।