আরও ৭৯ জন নিহত, গাজায় মৃত্যু ছাড়াল ৬৬ হাজার
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২৯ সেপ্টেম্বর) : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি রক্তচক্ষু হামলায় মৃত্যুর সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। চলমান সংঘাতে নিহতদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক, যাদের অনেকেই প্রাণ হারিয়েছেন ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ বা বাফার জোনে।
আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। শনিবার একদিনেই গাজা উপত্যকাজুড়ে হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ৪৫ জন মারা গেছেন গাজা সিটিতেই। সবমিলিয়ে গাজায় মৃত্যু ৬৬ হাজার ছাড়িয়েছে।
গাজার সরকারি গণমাধ্যম অফিস অভিযোগ করেছে, ইসরায়েল জনগণকে বিভ্রান্ত করতে নিরাপদ অঞ্চলের ঘোষণা দিচ্ছে, অথচ বাস্তবে সেই অঞ্চলগুলোতেই হামলা চালানো হচ্ছে। অফিসটির তথ্য অনুযায়ী, গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতি শুরুর পর ১১ আগস্ট থেকে মধ্য ও দক্ষিণ গাজায় ১৩৩টি হামলায় অন্তত ১,৯০৩ জন নিহত হয়েছেন—যা ওই সময়ের মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ। এসব তথ্য প্রমাণ করে সাধারণ জনগণকেই ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে।
আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ কেন্দ্রীয় গাজা থেকে জানিয়েছেন, শনিবার ভোর থেকেই গাজা সিটিতে হামলার মাত্রা বেড়েছে। ক্রমাগত আহতদের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি জানান, একটি পরিবার গাড়িতে করে পালানোর সময় ড্রোন হামলার শিকার হয়ে চারজন ঘটনাস্থলেই নিহত হন। শত শত মানুষ এখনো নিরাপদ স্থানে যেতে চেষ্টা করছে, কিন্তু ড্রোন ও যুদ্ধবিমান একের পর এক হামলা চালিয়ে তাদের লক্ষ্যবস্তু করছে।
অব্যাহত হামলার কারণে গাজা সিটির একাধিক হাসপাতাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। শনিবার সকালে ভারী বোমাবর্ষণের পর শহরের অন্যতম প্রধান জর্দান ফিল্ড হাসপাতাল থেকে ১০৭ জন রোগী ও সব কর্মীকে সরিয়ে নিতে বাধ্য করা হয়। দীর্ঘদিনের ধারাবাহিক হামলায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।