বিজয়ীদের শপথগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৮ সেপ্টেম্বর) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ নির্বাচিত নেতাদের শপথগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ শপথ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এদিকে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন- ‘২০২৪ সালের গঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আকাক্সক্ষা তৈরি হয়েছিল, জাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেই আকাক্সক্ষা পূরণ হলো। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য মাইলফলক।’

উপাচার্য আরও বলেন, ‘৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু পেয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়

ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলেই আমি বিশ্বাস করি। শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নবনির্বাচিত নেতারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধকে সমুন্নত রাখবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ