দুর্গাপূজায় কোনো হুমকি নেই, উৎসবমুখর করতে নতুন অ্যাপ: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৮ সেপ্টেম্বর) : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, পূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে চালু হয়েছে নতুন অ্যাপ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনকালে তিনি বলেন, ‘আপনাদের আশ্বস্ত করছি, গত বছরের চেয়েও এবারের পূজা ভালোভাবে হবে। পূজার পবিত্রতা বজায় থাকবে। কোথায় কখন কী হবে, তা অ্যাপের মাধ্যমে জানা যাবে।’
মন্দির কমিটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, আপনারা ধর্মীয় সব রীতি মেনে যার যার দায়িত্ব পালন করবেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজামণ্ডপে অনুদান এবার আরও বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘১৫ বছর ধরে সরকার ২ কোটি টাকা অনুদান দিয়েছে। গত বছর অনুদান ছিল ৪ কোটি টাকা। এবার সরকার ৫ কোটি টাকা দেবে। এরপরও প্রয়োজন হলে অবশ্যই দেখব।’
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকবে। পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পূজা কমিটির নিজস্ব লোকজনও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পূজা এলাকা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে অবস্থা ভালো আছে। কেউ গুজবে কান দেবেন না। গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানা অপপ্রচার চালিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের উসকে দেওয়ার চেষ্টা করেছে। এসব গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস এন তরুণ দে-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।