মিসরের জাদুঘর থেকে তিন হাজার বছর পুরোনো ব্রেসলেট হাওয়া
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৮ সেপ্টেম্বর) : মিসরের রাজধানী কায়রোর জাদুঘর থেকে তিন হাজার বছর পুরোনো একটি সোনার ব্রেসলেট হাওয়া হয়ে গেছে। দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয় বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
ব্রেসলেটটি স্বর্ণের গোলাকৃততির। এটি “গোলাকার নীলকান্ত মণির মতো দেখতে পুঁতি” দিয়ে সাজানো। ব্রেসলেটটি মিসরের ২১তম রাজবংশের ফারাও আমেনেমোপের আমলের। তিনি ১০৭০–৯৪৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিসরের ফারাও বা রাজ ছিলেন।
মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ব্রেসলেটটি শেষ কবে দেখা গিয়েছিল, তা তারা নির্দিষ্ট করে বলতে পারেনি।
মিসরীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, আগামী অক্টোবরের শেষে রোমে অনুষ্ঠিতব্য “ট্রেজারস অফ দ্য ফারাওস” (ফারাওদের গুপ্তধন) প্রদর্শনীর আগে জিনিসপত্রের তালিকা যাচাই করার সময় সম্প্রতি এর অনুপস্থিতি ধরা পড়ে।
সূত্র: এএফপি