এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে : অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ, ঢাকা (১৬ সেপ্টেম্বর) : “পিটার হাস না অন্য করো প্রতিষ্ঠান” সেটা মূখ্য নয়, বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরো কমিয়ে আানার চেষ্টা চলছে। ঘাটতি কমিয়ে আনার বিষয়ে সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

সার আমদানির টেন্ডারে নিম্ন দরদাতা উপেক্ষিত হয়ে থাকলে, তা তদন্ত করে দেখা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ