সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে পথে নেমেছে নেপালের জেন-জিরা!

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৫ সেপ্টেম্বর) : আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ না করে মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেন-জি।

তাদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই কার্কির পদত্যাগই এখন একমাত্র সমাধান, এর বিকল্প নেই বলে তারা মনে করছেন। দ্য নিউজ হাব ইংলিশের খবর। 

বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জেন-জি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। হতাহতদের স্বজনরাও তাদের সঙ্গে যোগ দেন।

দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ হঠাৎ সহিংস আকার ধারণ করে। পরিস্থিতি বেগতিক হয়ে পড়লে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এরপর বিক্ষোভকারীদের পছন্দে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

এবার, শপথ গ্রহণের দু’দিন না যেতেই তার বিরুদ্ধে আবারও মাঠে নামছে জেন-জি বিক্ষোভকারীরা।

জেন-জি নেতা গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে (ক্ষমতায়) বসিয়েছি, সেখান থেকে উপড়ে ফেলবো।

তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আর্যাল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন।

জেন-জি নেতা গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে (ক্ষমতায়) বসিয়েছি, সেখান থেকে উপড়ে ফেলবো।

তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আর্যাল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ