চন্দনাইশে ঈগল পরিবহন বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

চট্টগ্রাম ব্যুরো, এবিসি নিউজ, (১৫ সেপ্টেম্বর) : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বউ-শ্বাশুড়িসহ তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পাঠানিপুল সংলগ্ন মামা-ভাগিনার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার মধ্যম হাশিমপুর গ্রামের কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আক্তার (৪২) এবং একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. শরীফ (২৬)। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

জানা যায়, দুর্ঘটনার পর আহতদের প্রথমে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, আমরা এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ