শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ সেপ্টেম্বর ২০২০) : বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সাবেক সিনিয়র সচিব জনাব মো. সোহরাব হোসাইন। সোমবার বিকেলে সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ করেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সরকারের সাবেক সিনিয়র সচিব জনাব মো. সোহরাব হোসাইনকে নিয়োগ দেয়ায় আজ বিকাল ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রীম নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর চেয়ারম্যান ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের দর্শনার্থী বহিতে তাঁর অনুভূতি লিপিবদ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ