আমরা বিবেকের কাছে জবাব দিতে পেরেছি : আইনমন্ত্রী

মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,law
ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করে জামায়াতের নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে দেয়া রায়ের বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক সন্তোষ প্রকাশ করে বলেছেন, আমরা বিবেকের কাছে জবাব দিতে পেরেছি।
সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের নিজ কক্ষে রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে আজ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, তাতে দেশের একজন নাগরিক হিসেবে আমি বলবো, এ রায় অনিবার্য ছিল। আমরা বিবেকের কাছে জবাব দিতে পেরেছি। রায়ে সরকার সন্তষ্ট।’
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচারের আইনের খসড়া আগামী মাসে মন্ত্রিসভায় উত্থাপিত হবে। এ বিষয়ে আমি অনুরোধও করেছি।
তিনি বলেন, আমরা জামায়াত নিষিদ্ধ করবো, তা কিন্তু বলিনি। আইন হচ্ছে জামায়াতের অপরাধের বিচারে। আমরা যুদ্ধাপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচার করবো।
‘যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসির দন্ড পাওয়া কামারুজ্জামানের রায় কার্যকরে কেন বিলম্ব হচ্ছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে অপরাগতা প্রকাশ করেন আইনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ