বিএনপির ভোট বর্জনই নির্বাচনকে বৈধতা দিয়েছে

Nazmul Huda নাজমুল হুদাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের ভোট বর্জনই ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্সের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেন, ‘সম্ভাব্য কারচুপিকে মাথায় রেখে জাতীয় নির্বাচন বর্জন কোনো অবস্থাতেই যুক্তি সঙ্গত সিদ্ধান্ত হতে পারে না।’ শুক্রবার মেহেরবা প্লাজার দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ব্যারিস্টার নাজমুল হুদা আরো বলেন, ‘বিপুল জনসমর্থন নিয়ে ১৯ দলীয় জোট নির্বাচনে গণজোয়ার সৃষ্টি করার পর্যায়ে ছিল। কোটি কোটি ভোটার নির্বাচনে ১৯ দলীয় জোট তথা বিএনপিকে ভোট দিতে প্রস্তুত ছিল। সেই নির্বাচন বর্জন করে তারা কোটি কোটি ভোটারকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।’ বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, ‘অর্ধেকেরও বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাজোটের পক্ষে দেওয়ার জন্য ১৯ দলীয় জোটের নির্বাচন বর্জনই দায়ী। ফাঁকা মাঠ তারাই সৃষ্টি করেছে। মহাজোট এই ফাঁকা মাঠের শুধু সৎ ব্যবহার করেছে মাত্র। ৫ জানুয়ারির নির্বাচনকে আর কেউ প্রশ্নবিদ্ধ করতে পারুক আর না পারুক ফাঁকা মাঠ সৃষ্টিকারী ১৯ দলীয় জোট করতে পারে না।’ তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের আপামর জনসাধারণের ভোটের অধিকার নিশ্চিত করেই শুধুমাত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করার সুযোগ রয়েছে।’ ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘এখনই সময় নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার উদ্যোগ নেওয়ার। বিএনপিকে অন্য কোনো সহিংস পথ নয় অহিংস পথেই গঠনমূলক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ