যবিপ্রবিতে ছাত্র রাজনীতি চালু না করার আহ্বান

jossor যশোররিপোর্টার, এবিসি নিউজ বিডি, যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র রাজনীতি চালু না করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। 
বৃহস্পতিবার সমিতির এক সভায় ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে মত দেন শিক্ষকরা।
 
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. এএম স্বরাজ ও সাধারণ সম্পাদক আলম হোসেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তারকে লিখিতভাবে ছাত্র রাজনীতি চালু না করার আহ্বান জানিয়েছেন। তারা লিখিতভাবে এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কমনা করেন। লিখিত আবেদনের নিচে ৫৩ জন শিক্ষকের স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ