সোনালী ব্যাংকের ডিজিএম আজিজুরের বিরুদ্ধে মামলা করছে দুদক

dudokমনির হোসেন মিন্টু,  সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হলমার্ক কেলেঙ্কারি মামলার অন্যতম আসামি সোনালী ব্যাংকের ডিজিএম (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, এ কে এম আজিজুর রহমান কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে ১ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তিনি ১ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদ ভোগ-দখলে রেখেছেন। দুর্নীতি দমন কমিশন আইন-২০১৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ