ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্টে চক্রান্ত চলছে

pankaj-saran পঙ্কজ সরনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা দরকার। দুই দেশের এ সম্পর্ক বিনষ্ট করতে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী চক্রান্ত করছে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।

শনিবার বাংলা একাডেমিতে ‘১৯৭১: বাংলাদেশ এবং পূর্ব ও উত্তর পূর্ব ভারত: স্মৃতিসভা ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইতিহাস সম্মেলন।

সকাল সাড়ে নয়টায় সেমিনারের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সীমান্ত ঘেরা ভারতীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময় এবং সম্পর্ক বৃদ্ধির ওপর দুই দেশেরই উন্নয়ন নিহিত।

বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সভাপতি মুনতাসীর মামুন বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে পানি, সীমান্ত সমস্যার মতো অমীমাংসিত ইস্যুর সমাধান দরকার।

তিনি বলেন, ইতিহাসে ভারতকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু দুই দেশের রাজনীতিতে অসম্প্রদায়িক চেতনার লালন হওয়া অবশ্যই দরকার।

সংগঠনের সাধারণ সম্পাদক মেজবাহ কামাল বলেন, বাংলাদেশের ও ভারতের মধ্যে ট্রানজিট চালু করার আগে মনের ট্রানজিট চালু করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ