ল্যাপটপের মধ্যে ইয়াবা!

Yaba ইয়াবারিপোর্টার, এবিসি নিউজ বিডি, কুমিল্লাঃ দাউদকান্দিতে ল্যাপটপের ভেতর থেকে ৬৫০ পিস ইয়াবাসহ শাহিনুর ইসলাম (২৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল পুলিশ তাকে আটক করে।

শনিবার মাদক আইনে থানায় মামলা দায়েরের পর তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়। আটক শাহিনুর রমজান আলীর ছেলে। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল ছালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টহল পুলিশ কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি গাড়িতে তল্লাশিকালে মাদক ব্যবসায়ী শাহিনুর ল্যাপটপ ফেলে গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় আটক হন। পরে তার ল্যাপটপ খুলে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ