অভিবাসীদের মানুষ হিসেবে দেখতে হবে : প্রধানমন্ত্রী

pm sheikh shekh hasina শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অভিবাসীদের শুধু উৎপাদনের উপাদান হিসাবে নয়, তাদের মানুষ হিসেবে বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীতে অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক বিশেষজ্ঞ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “অভিবাসীকে শুধু অর্থনৈতিক কার্যক্রম বা উৎপাদনের উপাদান হিসাবে দেখলে চলবে না। তাদের মানুষ হিসেবে গণ্য করতে হবে। অন্যান্য নাগরিকের মত তাদের জন্যও সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”

২০১৫ সাল পরবর্তী উন্নয়ন পরিকল্পনায় যাতে অভিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত হয় সে লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড যৌথভাবে দুই দিনব্যাপী এই সভার আয়োজন করেছে।

রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেখ হাসিনা।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজ ও অর্থনীতি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রযুক্তির অগ্রগতি এবং উৎপাদন ব্যবস্থাপনার উন্নয়নের সঙ্গে সঙ্গে মৌলিক সেবার চাহিদা ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “এটা বৈশ্বিক মানব স্থানান্তরের গতিধারাকে নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা প্রদানের মত বিষয়গুলো জোরালো হচ্ছে।”

এ সব চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার জন্য সব উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই জনগণকে রাখতে তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “জনগণের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হবে। যেসব মানুষ একস্থান থেকে অন্যস্থানে গমন করছেন, তাদের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ