মাহমুদুর রহমান গ্রেপ্তার

images

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ‘আমার দেশ’ কার্যালয় থেকে তাকে গ্রপ্তোর করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিচারপতির স্কাইপি সংলাপ প্রকাশের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে সাইবার আইনে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছিল। স্কাইপ আলাপ কেলেঙ্কারি মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে ডিবি।

শাহবাগের গণজাগরণের মঞ্চ থেকেও তার গ্রেপ্তার দাবি করা হয়েছিল। তারা দাবি করে মাহমুদুর রহমান অপপ্রচারকারী এবং তিনি মানুষের ধর্মীয় উন্মাদনা সৃষ্টির পাশাপাশি সারাদেশে জামায়াত শিবির ও ধর্মীয় দলগুলোর কর্মকাণ্ডের উস্কানিদাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ