সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ৫৩৩ মিলিয়ন ডলার

আশিক মাহমুদ, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ মার্চ ২০২৪) : এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৫৩৩ দশমিক ৮২ মিলিয়ন ডলার। মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির কারণে রিজার্ভ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল ২৭ মার্চ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে বা ২০ মার্চ যা ছিল ১৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

অন্যদিকে মার্চের প্রথম সপ্তাহে রিজার্ভের পরিমাণ ছিল ২১ বিলিয়ন ডলারের ওপর।

এরপর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রির ছাড়পত্রের পর ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আমদানি বিল মেটাতে রিজার্ভ থেকে মার্কিন ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ