ক্রিকেটকে আফ্রিদি বিদায় দিচ্ছেন

Shahid-Afridi-Photos-3

নিজের ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন পাকিস্তানি অল রাউন্ডার শহীদ আফ্রিদি! ঘটনাটা নিজ মুখেই স্বীকার করেছেন বুম বুম খ্যাত এই ক্রিকেটার। তবে তার পাশাপাশি একটা শর্তও জুড়ে দিয়েছেন তিনি। দাম্ভিক কণ্ঠে বলেছেন, ‘আমার স্থান নেয়ার মতো কোনো প্রতিভাবান ক্রিকেটার থাকলে অবশ্যই আমি ক্রিকেটকে বিদায় বলে দিবো।’

পাকিস্তান ক্রিকেট বর্তমানে অল রাউন্ডার খরায় ভুগছে জানিয়ে পাকিস্তানি দৈনিক ডনকে তিনি বলেন, ‘ এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে দায়িত্বশীল কোনো অল রাউন্ডার নেই। আমি আবারও বলছি যদি কেউ সেরকম দায়িত্বশীল থাকে তাহলে আমি ক্রিকেট থেকে সরে দাঁড়াবো।কারণ কারও জন্যে বাধা হয়ে থাকার কোনো ইচ্ছে আমার নেই।’

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের বাজে পারফরম নিয়েও অনুতাপ করেছেন সাবেক এই অধিনায়ক। বলেছেন, ‘ আমরা অভিজ্ঞরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি। এই দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে বাজে পারফরম করলেও ওয়ানডে সিরিজ জেতার সুবর্ণ সুযোগ ছিল আমাদের। কিন্তু আফসোস, আমরা তা পারিনি।’

দলের পারফরমের পাশাপাশি ওয়ানডের নতুন নিয়ম নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন আফ্রিদি। তার মতে, ‘ এই নিয়মে মাত্র চার ফিল্ডার বাইরে রেখে ব্যাটসম্যানকে রান করা থেকে বিরত রাখছি। নতুন এই নিয়মে যে কোনো বোলারকেই ভুগতে হবে।’
দীর্ঘ দিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পুরনো রূপেই ফিরেছেন আফ্রিদি। প্রথম ওয়ানডেতে ১৬ বলে ৩৪, তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৮৮। তবু এই পারফরমেন্সে সন্তুষ্ট নন তিনি। কারণ শুধু ব্যাটিংয়ে নন বোলিংয়েও ফিরতে চান দুর্দণ্ড প্রতাপে।  তাই চলমান সুপার এইট টি-টোয়েন্টিতে খেলা থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।  কারণ এখন শুধু বোলিং নিয়েই কঠোর অনুশীলনে ব্যস্ত থাকবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ