বাড্ডায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  রাজধানীর বাড্ডা থেকে দুটি বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হল- আসলাম হোসেন (২১) এবং সাইফুল ইসলাম (২০)।

শুক্রবার বিকাল ৫টার দিকে তাদেরকে ব-৮৪/সি, দক্ষিণ বাড্ডা ঝিলের পূর্ব পাড়ের একটি নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি টিম। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাত ১১টায় মিরপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মলনে অধিনায়ক (চলতি দায়িত্বে) কেএম আরিফুল ইসলাম জানান, সন্ধ্যার পর ডাকাতির উদ্দেশ্য একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল সংঘবদ্ধ হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা ও গুলশান থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, ওই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থেকে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ