জুনেই পদ্মা সেতুর কাজ শুরু: ওবায়দুল কাদের

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  আগামী জুন মাসেই পদ্মা সেতুর কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাঁচটি বিদেশী কোম্পানি দরপত্র কিনেছে। এরমধ্যেই বাছাই শেষ করে আগামী জুনেই এ সেতুর কাজ শুরু করবো। আগস্ট মাসের মধ্যে নদী শাসনের কাজও শুরু হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু আমাদের স্বপ্নের সেতু ছিল। এখন সেটি বাস্তবে পারিণত হতে যাচ্ছে। আমি এ অনুষ্ঠানে আসার ঘণ্টাখানেক আগেই দরপত্রের খবর জানতে পারি। জাপান, কোরিয়া, নেদারল্যান্ড, হাইতি এবং ফ্রান্সের বিশ্বব্যাংক অনুমোদিত পাঁচটি কোম্পানি দরপত্র কিনেছে। বর্তমান আমাদের রিজার্ভ আছে ১৯বিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে এ সেতুর জন্য লাগবে মাত্র ২বিলিয়ন। আর এবছর লাগবে মাত্র ২০০ মিলিয়ন, বাকিটা আগামী ৩-৪বছরে লাগবে।

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেকে পদ্মাসেতু নিয়ে সরকারবিরোধী বক্তব্য দেন। আজ থেকে তারা দয়া করে চুপ হয়ে যান দেশের স্বার্থে। এ বিষয়ে যে বিতর্ক ছিল তা এখন অবসান হওয়া দরকার।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচন নিয়ে আমরা খুশি; কিন্তু পুরোপুরি তৃপ্ত নই। খুশি এ কারণে যে আমরা উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পেরেছি। কিন্তু আত্মতৃপ্ত নই। কারণ আমরা এ নির্বাচনে ভালো করতে পারিনি।

সাংগঠনিক দুর্বলতাই এ নির্বাচনে খারাপ করার প্রধান কারণ হিসেবেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সাংগঠনিক দুর্বলতা নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকারের মাঝে হারিয়ে যায়। হওয়ার কথা ছিল সরকার আওয়ামী লীগের মধ্যে হারিয়ে যাবে। কিন্তু আমাদের এটা হয় না। একারণেই আমাদের উপজেলা নির্বাচনে এত খারাপ ফল হয়েছে।

ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা অনেক কষ্ট করে সংগঠন কর। কিন্তু কয়েকজনের অপকর্মের জন্য আজ ছাত্রলীগের নাম খারাপ হচ্ছে। এসব নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দাও। যদি কোনো ছাত্রলীগের কর্মী দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তাদেরও বিচারের আওতায় আনা হবে। যেকারণে বিশ্বজিৎ হত্যার রায়ে জড়িত ছাত্রলীগের কেউ বাদ যায়নি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ