লোহাগড়ায় ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগড়ায় ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাপ্পীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন।

নিহত মাহবুবুর রহমান বাপ্পী লোহাগড়া উপজেলার বড়আউলিয়া কলেজের ছাত্রলীগ সভাপতি।

ওসি শাহজাহান জানান, বাপ্পী দুই বন্ধুর সঙ্গে রিকশায় চড়ে আমিরাবাদের দিকে যাচ্ছিলেন। পথে সিটিজেন পার্কের কাছে ওত পেতে থাকা কয়েকজন শিবির কর্মী তাদের রিকশা থামিয়ে বাপ্পীকে ধরে নিয়ে যায়।

অপর দুই জন পালিয়ে পুলিশে খবর দিলে সিটিজেন পার্ক এলাকায় গিয়ে পুলিশ বাপ্পীর গলাকাটা লাশ উদ্ধার করে।

উদ্ধারের পর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি শাহজাহান।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে যান সহকারী পুলিশ সুপার একেএম এমরান ভূইঁয়া।

তিনি বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ