গর্জে উঠা তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি

নিজস্ব প্রতিবেদক (নীলফামারী), এবিসি নিউজ, (৫ অক্টোবর) : ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গর্জে উঠে তিস্তা নদীর পানি, যা এখন বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। রবিবার (৫ অক্টোবর) বেলা ৩টায় নীলফামারীর ডিমলা উপজেলার দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ ডালিয়াস্থ বাইশপুকুর পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার। যা বিপৎসীমার (৫২.১৫) মাত্র এক সেন্টিমিটার নিচে ছিল। যেকোনও সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচগেট খুলে রেখে তিস্তা অববাহিকায় লালসংকেত জারি করেছে সংশ্লিষ্টরা।

এদিকে পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখগিবাড়ি, গয়াবাড়ি, টেপাখরিবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের চরগ্রাম ও নিম্নাঞ্চল এবং লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী, সদর এলাকার চর ও নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করে প্লাবিত হতে পারে।

নীলফামারীর ডালিয়াস্থ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র সূত্র জানায়, রবিবার সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ১২টার দিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গর্জে উঠে তিস্তার পানি এক লাফে ৫২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বেলা তিনটায় আরও ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যা বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে।

টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন মুঠোফোনে বলেন, তিস্তায় পানি আবারও বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে। নদীর কয়েকটি চ্যানেল বের হয়ে আবাদি জমি তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢল নেমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে ভয়াবহ বন্যার আলামত দেখা যাচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচগেট খুলে রেখে তিস্তা অববাহিকায় লালসংকেত জারি করে চর ও নিম্নাঞ্চল এলাকার মানুষজনকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

সূত্র মতে, তিস্তা অববাহিকায় বাংলাদেশের ডালিয়া পয়েন্টে ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার, নীলফামারী শহরে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া পঞ্চগড়ে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে আবহাওয়া অফিসের সূত্র মতে, দেশের সবর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়ায় নীলফামারীর সৈয়দপুরে ৩৩ মিলিমিটার, ডিমলায় ২৭ মিলিমিটার, দিনাজপুরে ২১ মিলিমিটার, রংপুরে ১৭ মিলিমিটার ও কুড়িগ্রামের রাজারহাটে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ