দল হিসেবে আ.লীগের বৈধতা রয়েছে, কেবল কার্যক্রম স্থগিত
নিউজ ডেস্ক, এবিসি নিউজ, ঢাকা (১ অক্টোবর) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ এখন তার কার্যক্রম চালাতে পারছে না, তবে দল হিসেবে এখনো বৈধ। সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওর সাংবাদিক মেহেদি হাসানকে ওই সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও।
সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ব্যাখ্যা করে বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কেবল তার রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।’
সাংবাদিক মেহেদি হাসান প্রশ্ন করেন, ‘অমর্ত্য সেনসহ আরও অনেক সমালোচক বলছেন যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের বিপক্ষে অবস্থান নেওয়া।’
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ ধরনের সমালোচনা ভুল। কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মানে হলো- তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে না। তারা এখন তাদের অফিস খুলতে পারবে না, তবে দল হিসেবে বৈধ থাকবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করছে।’
এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আচরণ করছে না। তারা যা করেছে তার কোনো দায়-দায়িত্ব নিচ্ছে না। এসব বিষয়ে তারা একটি শব্দও বলেনি। তারা এ জন্য সবসময়ই অন্য কাউকে দায়ী করে আসছে।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কী বলেছেন, এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আমি নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। আমি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বলেছি। নরেন্দ্র মোদি বলেছেন, ‘তারা তাকে (শেখ হাসিনা) রেখে দিতে চান।’ আমি বলেছি, ‘আমরা এটা বলিনি আপনি তার সঙ্গে কী আচরণ করতে চান। কিন্তু এটা নিশ্চিত করুন, তিনি (শেখ হাসিনা) যেন আমাদের নিয়ে কথা না বলেন। তিনি বাংলাদেশের জনগণ নিয়ে কথা বলতে পারেন না।’ তিনি (নরেন্দ্র মোদি) বলেছেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারি না।’
অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘তারা (ভারত) তাকে (শেখ হাসিনা) সব ধরনের সহযোগিতা দিচ্ছে। তারা এখনো আশা করছে, শেখ হাসিনা পূর্ণ গৌরব নিয়েই বাংলাদেশে আসবেন। একজন বিজয়ী নেতার বেশেই দেশে ফিরবেন।’ সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।