সরে দাঁড়ালেন তামিমসহ বিএনপিপন্থি প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১ অক্টোবর) : আসন্ন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপিপন্থী প্রার্থীরা। সেই তালিকায় আছেন তামিম ইকবালও। তামিমের প্রার্থীতা প্রত্যাহারের গুঞ্জনটা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো।

ক্রিকেট বোর্ডে সরাসরি যুক্ত হয়ে কাজ করার আগ্রহ দেখানো তামিম শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিলেন নিজের প্রার্থীতা। তিনি ছাড়াও আরও ৭-৮ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

পরিচালক হিসেবে বিসিবিতে কাজ করতে চেয়েছিলেন তামিম। মনোযোগ দিতে চেয়েছিলেন ক্রিকেট অপারেশনে। কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে আর নির্বাচনে নেই তিনি।

নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ ছিল প্রার্থীতা প্রত্যাহারে শেষ সময়। সকাল ১০টার দিকে বিসিবিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মাঠের ক্রিকেট খেলার পর বিসিবিতে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু তা আপাতত হচ্ছ না। নির্বাচনের মাঠে নামার পরই একাধিক অভিযোগ করে আসছিলেন তিনি।

মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন যারা

ক্যাটাগরি   তামিম ইকবাল, সাইদ ইবরাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল।

ক্যাটাগরি ১ – মীর হেলাল।

ক্যাটাগরি ৩ – সিরাজ উদ্দিন আলমগীর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ