জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে ৩ ইসি কর্মকর্তা অন্তর্ভুক্ত
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (৩০ সেপ্টেম্বর) : জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর এ চিঠি পাঠান।
জানা গেছে, ‘বিতর্কিত’ গত তিন জাতীয় সংসদ নির্বাচনের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনে এই ৩ কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি।
তারা হলেন- উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান। এ পর্যায়ে ওই তদন্ত কমিশনে কাজ করবেন।
এর আগে ৪ কর্মকর্তাকে ওই তদন্ত কমিশনে দায়িত্ব দিয়েছিল ইসি। প্রথমে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ছিলেন। এদের মধ্যে ৩ জনের দপ্তর পরিবর্তন হওয়ায় নতুন করে এই ৩ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি।