মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা সম্পদ: শন টেইট
ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২০ সেপ্টেম্বর) : গত এক দশক ধরে বাংলাদেশ ক্রিকেটের বড় নাম মুস্তাফিজুর রহমান। নিজের বোলিং জাদু দেখিয়ে ক্যারিয়ারের শুরুতেই ভক্ত-সমর্থকদের মন জয় করেছেন সাতক্ষীরার এই পেসার। বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ শন টেইটের কাছেও মুস্তাফিজ আস্থার প্রতীক। তার মতে, মানসিকভাবে খুশি থাকলে ভালো পারফর্ম করেন ফিজ।
এশিয়া কাপের সুপার ফোরে আজ (শনিবার) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে টাইগাররা। ম্যাচের ভেন্যু দুবাই, যেখানে এবারের এশিয়া কাপে প্রথমবার খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে তারা তিন ম্যাচই আবুধাবিতে খেলেছে। যার তুলনায় দুবাইয়ের পিচ কিছুটা স্লো। তবে সেখানে মুস্তাফিজ ভালো করবে বলে প্রত্যাশা টেইটের, ‘আমিও সেটাই (দুবাইয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হবে) আশা করছি। সে এখানে আগেও খেলেছে। তার অনেক অভিজ্ঞতা আছে এবং তার বোলিং নিয়ে আমাকে খুব বেশি কথা বলতে হয় না।’
মুস্তাফিজের সঙ্গে কাজের ধরন নিয়ে সংবাদ সম্মেলনে এই বোলিং কোচ জানান, ‘আমার মনে হয় সে যদি এমন একটা পরিবেশ যদি থাকে যে সে খুশি আছে তাহলে সে ভালো পারফর্ম করবে। তার সঙ্গে আমার কাজটা হচ্ছে এটা নিশ্চিত করা যে, সে খুশি এবং আত্মবিশ্বাসী আছে। বাকিটা সে নিজেই সামলায়। তাকে শেখানোর মতো আমার কাছে খুব বেশি কিছু নেই। এটাই সত্য। কিন্তু তার সঙ্গে কাজ করা উপভোগ করছি এবং ভালো লাগে। অবশ্যই সে আমাদের দলের জন্য অনেক বড় খেলোয়াড়।’
এশিয়া কাপের চলতি আসরে তিন ম্যাচের সবকটিতে খেলেছেন মুস্তাফিজ। যেখানে তিনি চার উইকেট শিকার করেছেন। মহাদেশীয় এই প্রতিযোগিতায় মুস্তাফিজের পারফরম্যান্সে সন্তুষ্ট টেইট, ‘হ্যাঁ (মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে খুশি)। সে আমাদের জন্য বড় একটা সম্পদ। আমাদের জন্য সে একজন ভালো নেতাও। দীর্ঘদিন ধরেই খেলছে। সে একজন পরীক্ষিত পারফর্মার। তার সঙ্গে কাজ করাটা আনন্দের এবং আমি নিশ্চিত সে এভাবেই ভালো বোলিং করতে থাকবে।’