শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৯ সেপ্টেম্বর) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আবারও ফিরছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অন্যদিকে, তাদের অস্থায়ী দায়িত্ব শেষ করে বিমানবাহিনীর সদস্যরা নিজ নিজ বাহিনীতে ফিরে যাচ্ছেন। গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত আগস্টে ‘আনসার বিদ্রোহের’ কারণে প্রায় এক হাজার আনসার সদস্য একযোগে দায়িত্ব ছেড়ে দিলে সাময়িকভাবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে বিমানবাহিনীকে মোতায়েন করা হয়েছিল। একই সময়ে টার্মিনালের ভেতর থেকে এপিবিএনকেও সরিয়ে নেওয়া হয়, যা নিয়ে বিভিন্ন বাহিনীর মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল।
জানা গেছে, এপিবিএন তাদের এয়ার সাইডে থাকা অফিসকক্ষ থেকে মালামাল সরিয়ে দেওয়ার অভিযোগ আনে এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এছাড়াও, যাত্রী হয়রানি এবং গণমাধ্যমে ভিডিও সরবরাহের মতো পাল্টাপাল্টি অভিযোগও সামনে আসে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পুলিশের আইজিপি, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, বিমানবন্দরের সব সংস্থা বেবিচকের একক কর্তৃত্বের অধীনে কাজ করবে। এপিবিএন যত দ্রুত সম্ভব টার্মিনাল ভবনের ভেতরে তাদের কাজ শুরু করবে এবং বিমানবাহিনীর টাস্কফোর্স তাদের দায়িত্ব শেষে মূল বাহিনীতে ফিরে যাবে।