মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট মিথিলার

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১৯ সেপ্টেম্বর) : দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এ বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে অনুষ্ঠিত জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিথিলাকে জয়ী ঘোষণা করা হয়।

এর ফলে চলতি বছরের নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনি। অবশ্য দেশে এই খেতাব অর্জন মিথিলার জন্য এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালেও তিনি এই প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। কিন্তু সেবার কোভিড-১৯ বিধি-নিষেধের কারণে আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেননি।

আর এ নিয়ে মোট দুবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট মাথায় উঠল তার।

জমকালো আয়োজনে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘মিস ইউনিভার্স কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্যের বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি।’

জয়ী হয়ে আবেগঘন বার্তায় মিথিলা বলেন, ‘আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব সময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও। আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ