শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৪ সেপ্টেম্বর) : প্রখ্যাত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে আনা হলে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
ফরিদা পারভীনের ছেলে ইমাম নাহিল সুমন সাংবাদিকদের জানান, তার মায়ের দাফন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। তিনি বলেন, ‘মাকে কুষ্টিয়ায় দাফন করব, তার ইচ্ছা অনুযায়ী।’
পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ায়। শিল্পীর ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হয় কুষ্টিয়ার পৌর কবরস্থানে, মা–বাবার কবরের পাশে।
কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি বছর তিনবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সর্বশেষ ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। কিডনি ও মস্তিষ্ক কার্যকারিতা হারায়, শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত আজ সকাল সোয়া ১০টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
ফরিদা পারভীন লোকগানের জগতে এক অনন্য নাম। তার গান বাংলার মাটি ও মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।