সংশোধনী আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনে, মতামত চেয়েছে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৪ সেপ্টেম্বর) : ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮-এর প্রয়োজনীয় সংশোধনী আনার লক্ষ্যে খসড়া প্রস্তাব প্রকাশ করা হয়েছে। সংশোধনী প্রস্তাবের বিষয়ে মতামত গ্রহণের জন্য প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে govt.sec2@moedu.gov.bd এই মেইলে মতামত পাঠানোর জন্য জন সাধারণকে বলা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা পত্রে এ সংশোধনী প্রস্তাব প্রকাশ করা হয়।
সংশোধনী প্রকাশ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮-এর প্রয়োজনীয় সংশোধন আনয়নের জন্য গত ১২ আগস্ট আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। এই আইনের সংশোধনী প্রস্তাব কার্যবিবরণীর মাধ্যমে অনুমোদিত হয়। এই সংশোধনী প্রস্তাবের বিষয়ে মতামত গ্রহণের জন্য প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে এই মেইলে govt.sec2@moedu.gov.bd মতামত পাঠানো করার জন্য জন সাধারণকে বলা হলো।
সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, বোর্ডে সচিবের পরিবর্তে একজন পরিচালক থাকবেন। পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হবেন এবং তার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালক তার কার্য সম্পাদন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এমন পরিবর্তন করা যেতে পারে। এছাড়াও বোর্ডের গঠন, বোর্ডের কার্যাবলী, কমিটির বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।
সূত্র: বাসস