শিগগিরই দেশে আসবেন তারেক রহমান : বাবর
বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ, ঢাকা (১৪ সেপ্টেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন। তার দেশে ফিরে আসা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা হয়েছে বলো জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৈঠকে আইনশৃঙ্খলা, সীমান্তে নিরাপত্তা, আসন্ন নির্বাচন এবং পুলিশে সরাসরি এএসআই নিয়োগের বিষয় নিয়ে আলোচনার কথা জানান তিনি।
রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচন ভন্ডুল করা নিয়ে দিল্লিতে এস আলমের বৈঠক প্রসংগ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান বাবার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন,
আইনশৃঙ্খলা রক্ষায় সরকার প্রানপন চেষ্টা করেছে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে বিএনপির উদ্বেগ আছে বলেও জানান তিনি।