এশিয়া কাপ: ৩২ বল হাতে রেখে জিতল শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১৪ সেপ্টেম্বর) : একই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর উঠতে তাই নেট রান রেটটা রাখতে পারে বড় ভূমিকা। বাংলাদেশকে ৩২ বল হাতে রেখে হারিয়ে সেই রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারানো শ্রীলঙ্কার নেট রান রেট +২.৫৯৫। +৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট –০.৬৫০।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশকে ৬ উইকেট ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১৩৯ রান করে টিম টাইগার্স। জবাবে ৩২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। ‘বি’ গ্রুপে এটাই তাদের প্রথম ম্যাচ ছিল। অপরদিকে হংকংকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মাথা নত করল।
বাংলাদেশের দুই ওপেনারের ডাক। দলের খাতায় রান যোগ না হতেই প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন। সকালের সূর্য দেখেই যেমন গোটা দিনটির সম্পর্কে আপনি ধারণা পেতে পারেন, তেমনি বাংলাদেশ দলের অদ্ভূতুড়ে শুরুতে স্পষ্ট ছিল শ্রীলঙ্কা ম্যাচ জন্য কতটা হতাশার হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ব্যাটিংয়ে হ-য-ব-র-ল বাঁধিয়ে খুব বাজেভাবেই হেরেছে লিটন দাসের দল।
ব্যাটিংয়ে তানজিদ-ইমনের ব্যর্থতার পর পুরোপুরি ভেঙে যায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস। টি-টোয়েন্টিতে তারা খেলতে থাকে ওয়ানডে স্টাইলে। ফলস্বরূপ ৫ উইকেট বাচিয়ে রাখার সৌভাগ্য হয়েছে তাদের। বিপরীতে দলের খাতায় ছিল রান খরা। অধিনায়ক লিটন ২৬ বলে ২৮ রান করেন।
ইনিংসের শেষ ১০.১ ওভার খেলেন জাকের এবং শামীম হোসেন। দুজনের জুটি অবিচ্ছিন্ন ছিল ৮৬ রানে। জাকের ৪১ এবং শামীম ৪২ রানে অপরাজিত ছিলেন। কিন্তু তাদের এই প্রতিরোধ বৃথা যায় দলের হারে।
ডিফেন্ড করতে নেমে দ্বিতীয় ওভারেই আঘাত হানে বাংলাদেশ। কুশল মেন্ডিসকে (৩) আউট করেন মোস্তাফিজুর রহমান। এরপর ৯৫ রানে জুটি গড়ে তুলেন কামিল মিশারা এবং পাথুম নিশাঙ্কা। তাতেই ম্যাচের ফল কার্যত নির্ধারিত হয়ে যায়। তাই শেষ দিকে মাহেদী জোড়া এবং তানজিম এক উইকেট শিকার করলেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের।
শ্রীলঙ্কার হয়ে হাফসেঞ্চুরি হাঁকান নিশাঙ্কা (৫০)। কামিল অপরাজিত ছিলেন ৪৬ রানে। বিজয়ের ক্ষণে তার সঙ্গী ছিলেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। মাহেদী নিশাঙ্কা এবং কুশল পেরেরার (৯) উইকেট নেন। দাসুন শানাকাকে আউট করেন তানজিম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম ৪২*, জাকের ৪১*, লিটন ২৮; হাসারাঙ্গা ২/২৫, তুষারা ১/১৭, চামিরা ১/১৭)।
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিশাঙ্কা ৫০, মিশারা ৪৬*; মেহেদী ২/২৯, তানজিম ১/২৩, মোস্তাফিজ ১/৩৫)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কামিল মিশারা।