অনন্তলোকে লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৪ সেপ্টেম্বর) : বাংলাদেশের লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নুমানী এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী দুজনেই শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে ফরিদা পারভীনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন।
অনেক দিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় (লাইফ সাপোর্ট)।
১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেন ফরিদা পারভীন। শৈশবে ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সংগীতের হাতেখড়ি হয় তার। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি।
শুরুতে নজরুলসংগীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তিনি সমধিক পরিচিতি পান লালন গান গেয়ে।