জাকসু নির্বাচনে ১৫ হলের ভোট গণনা শেষ, ফল প্রকাশ দুপুরে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৩ সেপ্টেম্বর) :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সর্বশেষ পাওয়া তথ্যমতে কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৬টি কেন্দ্রের ভোট গণনাও প্রায় শেষের দিকে রয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে ৬টি হল। আধাঘণ্টার মধ্যে আরও দুটি হলের গণনা শেষ হবে। সব মিলিয়ে দুপুর দেড়টা বা দুইটার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।’

ভোট গণনায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে দেরি হচ্ছে। এবার প্রায় ৮৫০০ ভোট কাস্ট হয়েছে। শিক্ষকরাই গণনার দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা অভিজ্ঞ না হওয়ায় সময় বেশি লাগছে।’

কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, ‘কমিশনে এখনো কোনো চিঠি আসেনি। আমরা এ বিষয়ে জানি না, তাই মন্তব্যও করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহে আমি এক মিনিটও ঘুমাতে পারিনি। যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের ধৈর্য ধরতে বলবো।’

এ সময় তিনি প্রার্থী, সাংবাদিক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে হল সংসদের ভোট গণনা হয়েছে। আজ শনিবার নিয়ে তৃতীয় দিনের মতো গণনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে। গণনা কখন শেষ হবে তা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ। আশা করছি বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হয়ে যাবে।

কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরুর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন (নারী ৬, পুরুষ ১০) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাকসু নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট আটটি প্যানেল অংশ নেয়। তবে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের ‘সম্প্রীতির ঐক্য’, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’, ছাত্র ফ্রন্টের একাংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ