ট্রাম্প মিত্র চার্লি কার্ককে হত্যায় অভিযুক্ত টেইলর রবিনসনকে গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৩ সেপ্টেম্বর) : ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টেইলর রবিনসন; বয়স ২২ বছর।
ইউটা কাউন্টি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিনসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে যে অভিযোগগুলোর ভিত্তিতে তাকে আটক রাখা হয়েছে, সেগুলো হল: অগ্রিম পরিকল্পিত হত্যা, অস্ত্র ব্যবহার করে গুরুতর অপরাধ সংঘটন, ন্যায়বিচার বাধাগ্রস্ত করা।
তবে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি এবং প্রাথমিক চার্জ সংক্রান্ত নথিপত্র পাবলিক রেকর্ডে নেই বলে জানিয়েছেন রাজ্য কর্তৃপক্ষ।
ইউটা গভর্নর স্পেন্সার কক্স বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আমরা আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করব, যাতে মামলার সম্ভাব্য কারণ সম্পর্কিত বিস্তারিত থাকবে।’
তিনি আরও জানান, ‘কাউন্টি অ্যাটর্নি চার্লি কার্কের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন, যাতে অভিযোগের নথিপত্র এবং সিদ্ধান্ত সঠিকভাবে প্রস্তুত হয়।’