ওমানকে উড়িয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১৩ সেপ্টেম্বর) : কার আগে কে ফিরবে প্যাভিলিয়নে- এমনই প্রতিযোগিতায় নেমেছিল ওমানের ব্যাটাররা। ফলস্বরূপ বড় হার দলটির। প্রথমবার এশিয়া কাপ খেলতে নামা ওমানকে ৯৩ রান ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে পাকিস্তান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে মাত্র ১৬.৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় নবাগত ওমান।

ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম ধাক্কা খায় পাকিস্তান। গোল্ডেন ডাক মারেন সাইম আইয়ুব। তাই প্রমোশন দিয়ে মোহাম্মদ হারিসকে পাঠানো হয় তিন নাম্বারে। এই বাজিটা জিতেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন হারিস। শাহিবজাদা ফারহানকে সঙ্গে নিয়ে ৬৪ বলে ৮৫ রানের প্রতিরোধ গড়ে তুলেন তিনি। ১১তম ওভারের শেষ বলে ভাঙে তাদের প্রতিরোধ। ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন ফারহান।

শেষ ৯ ওভারে (৫৪ বলে) ৬৯ রান তুলতে পারে পাকিস্তান। তৃতীয় ব্যাটার হিসেবে ফিরেন হারিস। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৭ চার এবং ৩ ছক্কা। মিডল অর্ডারে ব্যর্থ হন সালাম এবং হাসান নওয়াজ। পাকিস্তান অধিনায়ক গোল্ডেন ডাক মারেন। নওয়াজ ১৫ বল খেলে মাত্র ৯ রান করেন। মোহাম্মদ নওয়াজ ১০ বলে করেন ১৯ রান। উইকেট একপ্রান্ত আগলে রাখা ফখর জামান ২৩ রানে অপরাজিত ছিলেন।

তবে অন্যদের যাওয়া-আসার মিছিয়ে স্কোর খুব বেশি বড় করতে পারেনি পাকিস্তান। ওমানের হয়ে সফল বোলার ছিলেন আমির কালিম এবং শাহ ফয়সাল। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন। বোলিংয়ে কিছুটা আশা জাগালেও ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হয় ওমানের। দলটি মাত্র তিন ব্যাটার- আমরি কালিম (১৩), হাম্মাদ মিজরা (২৭) এবং শাকিল আহমেদ (১০) ছুঁতে পারেন দুই অঙ্কের রান। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন সাইম, সুফিয়ান এবং ফাহিম। ম্যাচসেরা হয়েছেন হারিস।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ