জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১২ সেপ্টেম্বর) : আধুনিক ক্রিকেটে আগ্রাসী মনোভাবের ব্যাটিংয়ে অভ্যস্ত হয়ে উঠছে প্রায় প্রতিটি দেশ। আর টি-টোয়েন্টি ফর‌ম্যাটে মারকাটারি ব্যাটিংয়ে রেকর্ড ভাঙা-গড়া যেন নিয়মিত রুটিন। তবে বাংলাদেশি ব্যাটাররা এখনও সেই শ্রেণিতে প্রবেশ করতে পারেনি। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খর্বশক্তির হংকংয়ের বিপক্ষে তারা লক্ষ্য তাড়ায় সফল হয়ে জিতেছেও বটে!

প্রত‍্যাশিত বড় জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে রান রেট বাড়িয়ে নিতে পারেনি লিটনের দল। হংকংয়ের ১৪৩ রান তাড়া পেরিয়ে গেছে ১৪ বল বাকি থাকতে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম‍্যাচে পেয়েছে ৭ উইকেটের জয়।

আবু ধাবিতে টি-টোয়েন্টিতে এটাই তাদের প্রথম জয়।

আতিক ইকবালের বলে বোল্ড হয়ে থামেন লিটন। ভাঙে ৭০ বল স্থায়ী ৯৫ রানের জুটি। ৩৯ বলে এক ছক্কা ও ছয় চারে ৫৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

তার বিদায়ের তিন বলের মধ‍্যে দলকে জয়ের বন্দরে নিয়ে যান হৃদয়। ৩৬ বলে এক চারে তিনি অপরাজিত থাকেন ৩৫ রানে।

এই জয়ে দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ (১.০০১)। নেট রান রেটে বেশ এগিয়ে শীর্ষে আফগানিস্তান (৪.৭০০)।

সংক্ষিপ্ত স্কোর
হংকং : ২০ ওভারে ১৪৩/৭ (জিশান ৩০, আনশুমান ৪, বাবর ১৪, নিজাকাত ৪২, মুর্তাজা ২৮, আইজাজ ৫, কিঞ্চিত ০, কালহান ৪*, এহসান ২*; মেহেদি ৪-০-২৮-০, তাসকিন ৪-০-৩৮-২, তানজিম ৪-১-২১-২, মুস্তাফিজ ৪-০-২২-০, রিশাদ ৪-০-৩১-২)

বাংলাদেশ : ১৭.৪ ওভারে ১৪৪/৩ (পারভেজ ১৯, তানজিদ ১৪, লিটন ৫৯, হৃদয় ৩৫* জাকের ০*; আয়ুশ ৩-০-৩২-১, আতিক ৩.৪-০-১৪-২, এহসান ৩-০-২৮-০, মুর্তাজা ৪-০-৩৯-০, আইজাজ ৩-০-১৪-০, কিঞ্চিত ১-০-১১-০)

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ