জাকসু নির্বাচনে ধীরগতির ভোট গণনা, ফল আসতে পারে মধ্যরাতে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১২ সেপ্টেম্বর) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ধীরগতিতে চলছে। ব্যালট যন্ত্রে নয়, প্রথাগতভাবে হাতে গোনা হচ্ছে এবারের ভোট। আর তাই চূড়ান্ত ফলাফল পেতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে রাত ১০টার দিকে সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে গণনা শুরু হয়। পুরো প্রক্রিয়া এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে।

প্রথমে ২১টি হল সংসদের ভোট গণনা শুরু হয়। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১১টি হলের ভোট গোনা শেষ হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি। হল সংসদের ফলাফল ঘোষণার পর জাকসুর ভোট গণনা শুরু হবে।

১০ নম্বর ছাত্র হলের প্রভোস্ট জানান, হাতেগোনা প্রক্রিয়া সময়সাপেক্ষ। এভাবে চলতে থাকলে চূড়ান্ত ফলাফল শুক্রবার মধ্যরাতের আগে পাওয়ার সম্ভাবনা নাই। তবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাতে জানিয়েছিল, ফলাফল শুক্রবার দুপুর নাগাদ জানা যেতে পারে।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন (নারী ৬, পুরুষ ১০) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাকসু নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট আটটি প্যানেল অংশ নেয়। তবে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের ‘সম্প্রীতির ঐক্য’, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’, ছাত্র ফ্রন্টের একাংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ