বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব মোঃ মোকাম্মেল হোসেন

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মোঃ মোকাম্মেল হোসেন দায়িত্বভার গ্রহণ করেছেন।

৭ জানুয়ারি (বৃহস্পতিবার) দায়িত্ব নেয়ার পর তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক পরিচিত সভায় মিলিত হন। মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীগণ নতুন সচিব কে অভিনন্দন জানিয়েছেন।

১০ বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য মোঃ মোকাম্মেল হোসেন সচিব হিসেবে যোগদানের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( এপিডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্বের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক তাঁর চুক্তির মেয়াদ পূর্ণ করে অবসরে গিয়েছেন।

১৯৯১ সালে সিভিল সার্ভিসে যোগদান করে মোঃ মোকাম্মেল হোসেন খুলনা জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিসিএস প্রশাসন একাডেমী ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়েও সহকারি সচিব হতে যুগ্মসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন যেমন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বাইরেও দায়িত্ব পালন করেছেন যেমন, তিনি সিংগাপুরে বাংলাদেশ হাই কমিশনে প্রথম সচিব (শ্রম) হিসেবে এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর (শ্রম) পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি কো-অর্ডিনেটর অফিসে অতিরিক্ত সচিব (এসডিজি) পদেও দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ