আম্পানের ২৮ ঘণ্টার তাণ্ডবে দক্ষিণ থেকে উত্তরে ব্যাপক ক্ষতি

সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,খুলনা (২২ মে ২০২০) : রাতভর ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলের জনজীবন। কপোতাক্ষ নদের বাঁধটির পাশেই এই বাড়ির অবস্থান। সকালে এসে দেখা যায় বাড়ির কাঠামো বলতে কিছু নেই। বাড়ির অবশিষ্ট জিনিসপত্র সংরক্ষণ করছেন পরিবারের সদস্যরা। গতকাল খুলনার কয়রা উপজেলার হরিণখোলায়। সাদ্দাম হোসেন

রাতভর ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলের জনজীবন। কপোতাক্ষ নদের বাঁধটির পাশেই এই বাড়ির অবস্থান। সকালে এসে দেখা যায় বাড়ির কাঠামো বলতে কিছু নেই। বাড়ির অবশিষ্ট জিনিসপত্র সংরক্ষণ করছেন পরিবারের সদস্যরা। গতকাল খুলনার কয়রা উপজেলার হরিণখোলায়। সাদ্দাম হোসেন

বাংলাদেশের ভূখণ্ডে প্রায় ২৮ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। গত বুধবার বিকেল চারটার দিকে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ বাংলাদেশে ঢোকে। অনেকগুলো জেলা, পদ্মা নদী পেরিয়ে পরদিন সকাল সাড়ে ৯টায় এটি রাজশাহীতে ঘূর্ণিঝড়ের গতি নিয়েই আঘাত হানে। যাত্রাপথে ঘূর্ণিঝড়টি ঘরবাড়ি, ফসলের খেত, মাছের ঘের, ফলের বাগানের ব্যাপক ক্ষতি করেছে। সকাল ১০টার দিকে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। সরকারের প্রাথমিক হিসাবে এই ঘূর্ণিঝড়ে ২৬টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

দেশের ছয় জেলায় ২১ জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় ঝড়ের মধ্যে নৌকা ডুবে দুজন নিখোঁজ হয়েছেন। ঝড়ের পর থেকে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ