মহানবীকে (সা.) অবমাননা করায় মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসনিউজবিডি,

ঢাকা : ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হযরত মোহাম্মদ সা. কে অবমাননার দায়ে মিশরের আইন মন্ত্রী আহমেদ আল-জিন্দকে বরখাস্ত করা হয়েছে। রবিবার মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাঈল এ আদেশ দেন।

গত শুক্রবার আহমেদ আল-জিন্দ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘হযরত মোহাম্মদ সা. ও যদি আইন ভঙ্গ করতেন আমি তাঁকে জেল দিতাম।’ অবশ্য পরক্ষণেই তিনি নিজেকে সামলে নেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

আহমেদ আল-জিন্দের স্থলে কে পরবর্তী আইন মন্ত্রী হচ্ছেন সে বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। উল্লেখ্য, আল-জিন্দ মুসলিম ব্রাদারহুডের একজন তীব্র সমালোচক ছিলেন। গত জানুয়ারিতে মিশরের কয়েক সেনা সন্ত্রাসী হামলায় নিহত হলে জেন্দ বলেন, নিহত সেনাদের হত্যার প্রতিশোধে চার লাখ ব্রাদারহুড কর্মী খতম না করা পর্যন্ত তার বুকের আগুন নিভবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ