হিন্দি ছবি `লাকির’ মুক্তি পাবে ঢাকায় !

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ অস্টোবর): এরই মধ্যে বাংলাদেশে মুক্তি দেয়ার জন্য ছবিও নির্বাচন করে ফেলেছেন বলিউড প্রযোজক-নির্মাতা মুকেশ ভাট! ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে সৃজিত মুখার্জি নির্মিত ‘রাজকাহিনী’ হিন্দিতে রিমেক করবেন তিনি। নাম পরিবর্তন করে রাখবেন ‘লাকির’। ছবিটি পাকিস্তান এবং বাংলাদেশে মুক্তির ব্যাপারেও পদক্ষেপ নিবেন বলে জানা গেছে।

‘লাকির’ যৌথভাবে প্রযোজনা করবেন মহেশ ভাট ও মুকেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ  ফিল্মস ও শ্রী ভেঙ্কটেশ।

ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা বলেন, ‘তিনি (মহেশ ভাট) বাংলাদেশ ও পাকিস্তানের উর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলতে চান, যাতে ওই দুটো দেশে ‘রাজকাহিনী’ মুক্তি পায়।
ছবিতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত নয়। বিদ্যা বালান এবং আলিয়া ভাট থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান। পুজা উপলক্ষে ১৬ অক্টোবর কলকাতায় মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ