উজিরপুরের ছাত্রদল নেতা তাজবীর প্রায় এক বছর ধরে পলাতক

Tajbir Ahmedপিরোজপুর জেলা প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদল নেতা তাজবীর আহমেদ প্রায় এক বছর ধরে পলাতক রয়েছেন। পুলিশ জেলার বিভিন্ন স্থানে হণ্যে হয়ে খুঁজে পাচ্ছে না তাকে। তাজবীর আহমেদের বিরুদ্ধে মাদক, রাজনৈতিক হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ বলছে, তাজবীরকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
পুলিশের একটি সূত্র জানায়, তাজবীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলো দায়েরের পর থেকেই তাজবীর পলাতক রয়েছেন। ইতিমধ্যে এই মামলার একটির রায় হয়েছে। আদালত তাকে দশ বছরের সশ্রম কারদন্ড প্রদান করেন।
অপর একটি সূত্র জানায়, ২০১১ সালের শুরুর দিকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাগুলোকে তাজবীরের পরিবার ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেছেন।
উজিরপুর থানা ছাত্রদল সভাপতি জানান, তাজবীর জাতীয়তাবাদি রাজনৈতিক বিশ্বাসের এক অগ্র সৈনিক। তাকে এ মামালা দিয়ে এলাকছাড়া ও ঘড়ছাড়া করা হয়েছে। যা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তাজবীরের বিরুদ্ধে আনীত সকল মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ