সরকারের ৩ মাসে মন্ত্রিসভার ৩৩ সিদ্ধান্ত বাস্তবায়ন
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : সরকারের গত ৩ মাসে মন্ত্রিসভায় গৃহীত ৫৫টি সিদ্ধান্তের মধ্যে ৩৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে সংসদে ৫টি আইন পাস হয়েছে। অন্যান্য সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্তের মধ্যে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৫১ দশমিক ৩৫ শতাংশ, এপ্রিল-মে প্রান্তিকে ৫৫ দশমিক ৯৩ শতাংশ এবং জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৬০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের গতি প্রকৃতি ভাল।স্বাভাবিক গতিতে বাস্তবায়ন প্রক্রিয়া চলছে।